Published : Friday, 29 April, 2022 at 12:00 AM, Update: 29.04.2022 1:20:03 AM
নাটোর সদর উপজেলার গোয়ালদিঘী কৃষ্ণপুরের ডাল সড়ক এলাকা থেকে ১৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ কুমিল্লার এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। কুমিল্লা থেকে ওই গাঁজা সংগ্রহ করে তিনি নাটোরে বিক্রি করতে এসেছিলেন বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম নায়েব আলী ওরফে নাবালক মিয়া (৪৮)। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার ফুল মিয়ার ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। জব্দকৃত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকাল (২৮ এপ্রিল) সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ওই গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে।