ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাশিয়ার সীমান্তবর্তী চেক পয়েন্টে হামলা: স্থানীয় কর্তৃপক্ষ
Published : Friday, 29 April, 2022 at 1:15 PM, Update: 29.04.2022 1:17:37 PM
রাশিয়ার সীমান্তবর্তী চেক পয়েন্টে হামলা: স্থানীয় কর্তৃপক্ষইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি গ্রামে চেকপয়েন্ট হামলা হয়েছে। কুর্স্ক অঞ্চলের ক্রাপেটস গ্রামে এই হামলা হয়। আঞ্চলিক গভর্নরকে উদ্ধৃত করে শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

গভর্নর রোমান স্টারোভোট টেলিগ্রাম চ্যানেলে জানান, স্থানীয় সময় সকাল ৮টার (জিএমটি ৫টা) দিকে চেক পয়েন্টে হামলা হয়। গোলাবর্ষণ করা হয়েছে ইউক্রেন থেকে।

তিনি জানান, হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

সম্প্রতি ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া যাচ্ছে। এর আগে বুধবার ভোরে বলগোরোদ অঞ্চলে একটি অস্ত্র গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। এছাড়া আরও কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের উৎস নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।