স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার হোম ভেন্যু তথা ঘরের মাঠের কথা এলেই আমাদের মনে ভেসে ওঠে ন্যু ক্যাম্পের চিত্র। তবে চলতি মৌসুমের পর আপাতত আর ন্যু ক্যাম্পে জাভির শিষ্যদের খেলতে দেখা যাবে না। কারণ বদলে যাচ্ছে কাতালান ক্লাবটির হোম ভেন্যু। মূলত ন্যু ক্যাম্প নতুন করে নির্মাণ করার জন্য আগামী দুই মৌসুম সেখানে খেলতে পারবে না বার্সেলোনা। এরই মধ্যে স্টেডিয়ামটির বিল্ডিং পারমিট অনুমোদিত হয়ে গেছে। তাই ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত স্প্যানিশ জায়ান্টরা বার্সেলোনা শহরের অলিম্পিক স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে।
১৯৫৭ সাল থেকে কাতালান ক্লাবের হোম স্টেডিয়াম হিসেবে ন্যু ক্যাম্প চালু করা হয়। বর্তমানে এটি ইউরোপের অন্যতম বড় স্টেডিয়াম, যার ধারণক্ষমতা ৯৯,৩৫৪।
এরই মধ্যে জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে চুক্তি হওয়ার কারণে আগামী মৌসুম থেকে আইকনিক স্টেডিয়ামটির নাম হবে স্পটিফাই ন্যু ক্যাম্প।
আগামী বছরের জুনে অলিম্পিক স্টেডিয়ামে হোম ভেন্যু সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করে বার্সা আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘এই জুন থেকে শুরু হচ্ছে সংস্কারকাজ। এস্পাই বার্সা প্রজেক্টের অংশ হিসেবে এটি শুরু হচ্ছে। আজ সকালে বিল্ডিং পারমিট অনুমোদিত হলো।’