দেশে প্রথম ইয়াবা জব্দের ঘটনায় করা মামলার সাজাপ্রাপ্ত আসামি এমরান হককে গ্রেফতার করেছে র্যাব। প্রায় ২০ বছর আগে মাদকের ঐ মামলা করা হয়েছিল। শুক্রবার র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার রাতে র্যাব-১ এর একটি দল রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে এমরান হককে গ্রেফতার করে।
র্যাবের অধিনায়ক আরো বলেন, ২০০২ সালের ১৯ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গুলশানের নিকেতন এলাকা থেকে হেরোইন, ইয়াবা ও নিষিদ্ধঘোষিত অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এমরান হককে গ্রেফতার করে। পরে তিনি জামিনে মুক্তি পান। এরপর ২০০৪ সাল থেকে তিনি পলাতক।
তিনি বলেন, ২০০৪ সালের পর থেকে এমরান ও তার সহযোগীরা দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ থেকে লাগেজের মাধ্যমে ইয়াবা আনা শুরু করেন। তারা রাজধানীর গুলশান, বনানী, বনশ্রীসহ বিভিন্ন অভিজাত এলাকায় মাদক বিক্রি করতেন।
এরপর গত ৩১ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঐ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে আসামি শফিকুল ইসলামকে যাবজ্জীবন, এমরান ও সোমনাথ সাহাসহ চারজনকে তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এমরান হক ও সোমনাথ সাহা ২০০৪ সাল থেকে পলাতক হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।