আবারও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ প্যারিস সেন্ত জার্মেই। ইউরোপে নিজেদের বিজয় কেতন ওড়াতে অর্থের ঝনঝনানি বাজালেও কাজে আসছে না। তাই মাউরিসিও পোচেত্তিনোর ওপর নাকি আস্থা আর রাখছে না ফরাসি ক্লাবটি। তাকে তাড়িয়ে দেওয়ার গুঞ্জন ওড়াওড়ি করছে ইউরোপিয়ান মিডিয়ায়। একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পের পার্ক ডু প্রিন্সেস ছাড়ার গুঞ্জন তো সেই কবে থেকে। এই পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন পোচেত্তিনো।
আর্জেন্টাইন কোচের ওপর চাপ থাকা স্বাভাবিক। লিওনেল মেসি, নেইমার ও এমবাপ্পের মতো বিশ্বসেরা খেলোয়াড় পেয়েও চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতেই থামতে হয়েছে পিএসজিকে। তাকে ছাঁটাই করার গুঞ্জন তাই একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে পোচেত্তিনো নিজেই নিশ্চিত করলেন, তিনি ‘শতভাগ’ থাকছেন পিএসজিতে। এমবাপ্পের ক্ষেত্রেও তার একই উত্তর।
সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আজকের অবস্থানে দাঁড়িয়ে, শতভাগ নিশ্চিত আমি থাকছি এবং এমবাপ্পের ক্ষেত্রেও একই কথা বলবো। এখন আমার যেটা মনে হচ্ছে, সেটাই বললাম। যা অনুভব করছি, সেটাই তো বলবো, এর চেয়ে বেশি কিছু তো বলতে পারি না।’
ফুটবলে যেকোনও কিছু হতে পারে, সেই কথাটাও আবার জানিয়ে রাখলেন পোচেত্তিনো, ‘এটা ফুটবল, আমরা কেউই জানি না কী ঘটতে পারে। তারপরও আমি উত্তরটা দিলাম আমার যেটা এখন অনুভব হচ্ছে, সেটার ওপর ভিত্তি করে।’
পিএসজি সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনতে হচ্ছে নেইমারকে। ক্লাব ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না এই ব্রাজিলিয়ান তারকার। এ প্রসঙ্গে সাবেক টটেনহাম কোচ বলেছেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা এক খেলোয়াড়ের ব্যাপারে কথা বলছি। গোটা দলের মতো তারও উত্থান-পতন আছে।’