মসজিদে নববীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরুদ্ধে স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। পাকিস্তানের সৌদি দূতাবাসের মিডিয়া পরিচালক শুক্রবার তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি দূতাবাস জানিয়েছেন, নিয়ম ভাঙা ও পবিত্র মসজিদকে অসম্মান করার অপরাধে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
সৌদি সফরের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার মসজিদে নববীতে গিয়েই একদল পাকিস্তানির রোষাণলে পড়েন শাহবাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দেখেই ‘চোর’ বলে স্লোগান দেয় ক্ষুব্ধ পাকিস্তানিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহবাজ বিরোধীদের এই কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে, পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন।
পরে এই ঘটনার প্রতিক্রিয়া পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব দাবি করেছিলেন, একটা নির্দিষ্ট গ্রুপ পরিকল্পনা মাফিক এই কাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, ‘এই ঘটনার কলকাঠি যে নেড়েছে আমি তার নাম বলতে চাই না। আমি এই পবিত্র ভূমিকে রাজনৈতি প্রেক্ষাপটে ব্যবহার করতে চাইছি না।’
সূত্র: ডন ও জিও