খাট কেনার বকেয়া টাকার জন্য সাহেদ হোসেন ওরফে শান্ত নামের এক কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মাত্র ৪৫০ টাকা আদায়ের জন্য এমন নির্মমতার ঘটনা জেলার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী ভৈরবপুর এলাকায় । এঘটনার ভিডিও-ছবি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার পর কিশোরের বাবা ইউসুফ মিয়া শুক্রবার (৬ মে) চারজনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত তিনজনকে শুক্রবার (৬ মে) দিবাগত রাতে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন ঘটনার মূলহোতা নাহিদুল ইসলাম(২০), নাজমুল হোসেন (২৩), জসিম উদ্দিন (২৭)।
পুলিশ ও স্থানীয়দের জানা গেছে, শান্ত ভৈরবপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। কিছুদিন আগে সাহেদ হোসেন শান্তর (১৪) বাবা ইউসুফ মিয়া একই গ্রামের দুলু মিয়ার ছেলে নাহিদুলের কাছ থেকে একটি খাট ক্রয় করেন। এতে ৪৫০ টাকা বকেয়া ছিল। ঈদের কয়েকদিন আগে ব্যবসায়ি নাহিদুল তাদের বাড়ি গিয়ে বকেয়া টাকার জন্য গালমন্দ করে। এতে ইউসুফ মিয়া সপ্তাহ খানেক পরে টাকা পরিশোধ করবেন বলে জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে গত ৩ মে ঈদের দিন বিকেলে ইউসুফের ছেলে শান্তকে অস্ত্র ঠেকিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করে নাহিদুল ও তার সঙ্গীরা। এঘটনার ভিডিও-ছবি শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নির্যাতনের শিকার শান্তর বাবা ইউসুফ মিয়া জানিয়েছেন, ঈদের দিন শান্ত ঘুরতে বের হলে ফার্নিচার ব্যবসায়ী নাহিদুল, তার ভাই নাজমুল ও সঙ্গে থাকা আনোয়ার ও জসিম শান্তকে তার বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টানা-হেঁচড়া করে নাজমুলের বাড়িতে নিয়ে যায়। পরে গাছের সাথে বেঁধে তাকে অমানবিক নির্যাতন করে। এ সময় স্থানীয় লোকজন মারধরের ভিডিও ও ছবি তুলে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি সচিব ও গ্রাম পুলিশ সেখান থেকে শান্তকে উদ্ধার করে।
বুড়িচং থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) শরিফ রহমান জানান, গতকাল শুক্রবার রাতেই বুড়িচং উপজেলার পাহাড়পুর বেলবাড়ি এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
বুড়িচং থানার ওসি মাকছুদ আলম শনিবার (৭ মে) সকালে বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একটি টিম গঠন করে তাদের ৩ জনকে গ্রেফতার করেছি। বাকি একজনকে গ্রেফতারে মাঠে কাজ করছে আমাদের টিম। শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। আজ তাদের আদালতে হাজির করানো হবে।