ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওয়ার্নারকে বের করে দিয়েছিলেন শেবাগ
Published : Saturday, 7 May, 2022 at 4:13 PM
ওয়ার্নারকে বের করে দিয়েছিলেন শেবাগইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসে চলতি মৌসুমে দ্বিতীয় বারের মতো যোগ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। এই দলের হয়েই তার আইপিএলে ক্যারিয়ার শুরু হয়েছিল। দিল্লির হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি।

এবারের আসরে অনেকে ওয়ার্নারের খেলার প্রশংসা করলেও তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দিল্লিতে এক সময় ওয়ার্নারের অধিনায়ক বীরেন্দ্র শেবাগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কয়েক জন ক্রিকেটারের বিরুদ্ধে খুব ক্ষুব্ধ ছিলাম। তার মধ্যে এক জন ছিল ওয়ার্নার।’

এরপর তিনি বলেন, ‘কারণ শুরুর দিকে ও অনুশীলন বা খেলার থেকে পার্টি বেশি করত। কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ওর ঝগড়াও হয়েছিল। কয়েকটি ম্যাচের জন্য ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে এভাবে শিক্ষা দিতে হয়।’

অনেক সময় আইপিএলের মতো প্রতিযোগিতায় এসে তরুণ ক্রিকেটারদের পদস্খলন হয় বলেই জানিয়েছেন শেবাগ। তিনি বলেন, ‘ওয়ার্নার নতুন ছিল। তাই ওকে এটা বোঝানো দরকার ছিল যে দল সবাইকে নিয়ে হয়। অনেকেই ভাল খেলার চেষ্টা করে। কোনো একজনের জন্য সেই পরিবেশ নষ্ট হোক, সেটা আমরা চাইনি। তাই ওকে দলের বাইরে রেখেছিলাম।’

২০০৯ সালে দিল্লি দলে যোগ দেন ওয়ার্নার। ২০১৩ সাল পর্যন্ত সেখানে থাকার পরে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন তিনি। সেখানে আট বছর কাটানোর পরে এবারের নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ফের অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে কেনে দিল্লি।

এ বারের আইপিএলে এখন পর্যন্ত ৫৯.৩৩ গড়ে ৩৫৬ রান করেছেন ওয়ার্নার। দিল্লির হয়ে এখন পর্যন্ত সব থেকে বেশি রান তারই।