ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘কেজিএফ’ অভিনেতার মৃত্যু
Published : Saturday, 7 May, 2022 at 6:37 PM
‘কেজিএফ’ অভিনেতার মৃত্যু ভারত মাতাচ্ছে ‘কেজিএফ ২’। শুধু ভারত নয়, সারা বিশ্বের হিন্দি সিনেমাপ্রেমীরা মজেছেন এই সিনেমায়। এরইমধ্যে ছবিটি আয়ের দিক থেকে নানা রেকর্ড করে ফেলেছে। এমনি আনন্দের সময় এলো দুঃসংবাদ।

ছবিটির অভিনেতা কমেডিয়ান মোহন জুনেজা আজ শনিবার (৭ মে) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মোহন জুনেজা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ ‘কেজিএফ’ পরিবার ও সিনেপ্রেমীরা।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মোহন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অভিনেতা।

প্রায় এক দশক ধরে কমেডিয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছেন মোহন। তামিল, তেলুগু, মালয়লম ও হিন্দি মিলিয়ে প্রায় ১০০-এর বেশি ছবিতে কাজ করেছেন। সম্প্রতি তিনি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ অভিনয় করেছেন। ‘কেজিএফ’-এর প্রথম ছবিতেও তিনি ছিলেন।

এছাড়া একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। তার অনুরাগীরা তাকে ‘চেল্লাটা’ ছবি দিয়ে মনে রাখবে চিরকাল।

অভিনেতা গণেশ শোকপ্রকাশ করেছেন মোহন জুনেজার প্রয়াণে। ট্যুইট করে লিখেছেন, ‘ওম শান্তি’।

জানা গেল, আজ শনিবারই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।