দেবীদ্বারে সংবাদপত্র পরিবেশক শামসুল হকের মৃত্যু
Published : Sunday, 8 May, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
কুমিল্লার
দেবীদ্বারের প্রবীণ সংবাদপত্র পরিবেশক (হকার) শামসুল হক (৬৫) আর নেই
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর সাড়ে ১২টায়
শ্বাসকষ্টজনিত কারণে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
শনিবার বাদ আসর জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে- চার মেয়ে ও অসংখ্য গুণাগ্রাহী রেখে
গেছেন। তিনি মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের গাজী বাড়ির মৃত সোনা মিয়ার
পুত্র।
তার মৃত্যুতে গভীর ভাবে শোক জানিয়েছেন দেবীদ্বার উপজেলা পরিষদের
চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক
সম্পাদক আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ
হুমায়ুন কবির, উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম,
পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, সাংবাদিক এবিএম
আতিকুর রহমান বাশার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভপতি সৈয়দ খলিলুর
রহমান বাবুল, দেবীদ্বার প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন, দেবীদ্বার
ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব হিরন মোল্লা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,
প্রাইভেট হসপিটাল মালিক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক
ভিপি ময়নাল হোসেন, যুগান্তর প্রতিনিধি মোঃ আক্তার হোসেন ও ইত্তেফাক
প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন রুবেলসহ দেবীদ্বার ও মুরাদনগর উপজেলা
প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ
করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।