Published : Sunday, 8 May, 2022 at 12:00 AM, Update: 08.05.2022 1:29:33 AM
ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৬ মে শুক্রবার সকালে ও একইদিন বিকেলে উভয় গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষের এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাল্লা গ্রামের প্রবাসী মোঃ আবু কাউছার এর পরিবারের সাথে একই এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ ফারহান আলম এর পরিবারের লোকজনের সঙ্গে দীর্ঘদিন যাবত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন ৬ মে শুক্রবার সকালে ও একইদিন বিকেলে আবু কাউছারের একটি বিল্ডিং নির্মাণকে কেন্দ্র ফারহান আলম ও তার লোকজন কাউছার এর পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হামলায় আবু কাউছারের ছেলে মোঃ রাব্বি (১৬), ফারক মিয়ার মেয়ে ফারজানা (১৭), মৃত আঃ রশীদের ছেলে সাইফুল (২৭) ও ফারক মিয়ার স্ত্রী কাজল রেখা (৪৯) আহত হয়। এসময় অপর পক্ষের মৃত আঃ মজিদের ছেলে হুমায়ূন (৪০) আহত হয়। আহতদের এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এব্যাপারে মোঃ আবু কাউছারের স্ত্রী মোসাঃ নাসরিন আক্তার বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। নাসরিন আক্তার সাংবাদিকদের বলেন, "আমাদের পাশাপাশি বাড়ির ফারহান আলম ও তার লোকজনের সঙ্গে আমাদের পরিবারের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। আমার স্বামী প্রবাসী। আমরা আমাদের দখলীয় জায়গায় বিল্ডিং ঘর নির্মাণ করতে চাইলে ফারহান আলম ও তার লোকজন বিল্ডিং নির্মাণে বাধা সৃষ্টি করে। এসময় সে মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিলে সে বিল্ডিং নির্মাণ করতে দেবে। আমরা তাকে টাকা না দিয়ে বিল্ডিংয়ের কাজ শুরু করলে ফারহান আলম ও তার লোকজন দা, লাঠিসোঁটা নিয়ে আমাদের বসত ঘরে এসে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হামলায় আমার ছেলেসহ আমাদের পরিবারের আরও তিন সদস্য আহত হয়। আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে আমি বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।