ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেলা প্রশাসনের সাথে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়
Published : Sunday, 8 May, 2022 at 12:00 AM, Update: 08.05.2022 1:30:46 AM
জেলা প্রশাসনের সাথে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী। গতকাল সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণার পর সভা করেন জেলা প্রশাসনের সাথে রিটার্নিং কর্মকর্তা এই প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী কুমিল্লার কাগজকে জানান, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনিক এবং আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের সাথে পরিচিতিমূলক এই সভা। সবার সাথে নির্বাচন নিয়েই কথা হয়েছে।
সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম, আফজল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম,  অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।