ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেসিদের কোচ জিদান!
Published : Sunday, 8 May, 2022 at 1:20 PM
মেসিদের কোচ জিদান!দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন জিনেদিন জিদান। প্রথম দফায় লা লিগার পাশাপাশি জিতেছেন টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ। দ্বিতীয় দফায় ফিরেও লস ব্লাঙ্কোসদের জিতিয়েছিলেন লিগ শিরোপা। গুঞ্জন উঠেছে, এবার মেসিদের কোচ হিসেবে দেখা যেতে পারে তাকে।

মাদ্রিদের দায়িত্ব ছেড়ে জিদান এখন পারিবারিক অবকাশযাপনে ব্যস্ত। কিন্তু ২০২১ সালে মাদ্রিদ ছাড়ার পর থেকেই হেভিওয়েট কিছু ক্লাবের সঙ্গে ফরাসি কিংবদন্তির নাম জড়িয়েছে। যারই ধারাবাহিকতায় তার স্বদেশি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের কোচ হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে জোরেশোরে।

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লো ঘায়ে এই গুঞ্জনে আরো হাওয়া দিচ্ছেন। তিনি জানিয়েছেন, নিকট ভবিষ্যতে জিদান যদি প্যারিস সেন্ট জার্মেইয়ের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন তবে তিনি অবাক হবেন না।

২০২০-২১ মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগআউটে শেষবারের মতো কোচের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে জিদানকে। এরপর থেকে বলতে গেলে ফুটবল থেকে দূরেই আছেন তিনি। কিন্তু তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আছে যে কোচের নামে, কোচিংবিষয়ক গুঞ্জন তো ছড়াবেই তার নামে।

জিদানের নাম জড়িয়েছে এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাবের তালিকায় থাকা বেশ কয়েকটি ক্লাবের সঙ্গেই। এদিকে এল’কিপকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লো ঘায়ে বলেন, ‘আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি কি বলছেন সে বিষয়ে।’

তিনি আরো বলেন, ‘জিদান মাদ্রিদে দেখিয়েছেন তার এমন গুণাবলি রয়েছে যা কদাচিৎ ভাবতে পারা যায়। ফরাসিদের মনে হয়তো তিনি (জিদান) উত্তরসূরি, কিন্তু এটা আমার লক্ষ্য নয়। আমরা দেখব। যদি দিদিয়ের ও আমার পথ আলাদা হয়ে যায়, সে (জিদান) তবে অবশ্যই অন্যতম হিসেবে বিবেচিত হবে।’

এ সময়ে তিনি যোগ করেন, ‘তুমি কি দেখছো আজ আমি কি বলছি, জিদান কি দেশচ্যাম্পের স্থলাভিষিক্ত হবে? আমরা দেখতেই পারব। জিদান হয়তো পিএসজির দায়িত্ব নেবেন। ফ্রান্স দলের জন্য আপনাকে মুক্ত থাকতে হবে। কিন্তু এখন আমরা সে সবকিছুই করব যাতে দিদিয়ের ও তার দলকে সর্বোত্তম অবস্থায় রাখা যায় বিশ্বকাপ জেতার জন্য।’

১৯৯৮ সালের বিশ্বকাপে ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। সে বিশ্বকাপে দেশচ্যাম্প জিদানদের অধিনায়ক ছিলেন। কোচ হিসেবে ২০ বছর পর রাশিয়া বিশ্বকাপে পগবা, এমবাপ্পে, কান্তে, গ্রিজম্যানকে নিয়ে তিনি কোচ হিসেবে আবার বিশ্বকাপ জেতার সৌভাগ্য অর্জন করেন।

২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের লক্ষ্য নিয়ে জিজ্ঞেস করলে লো ঘায়ে বলেন, ‘আমরা আমাদের টাইটেল রক্ষা করতে চেষ্টা করব, কিন্তু সবসময়ের মতোই ন্যূনতম লক্ষ্য শেষ চারে জায়গা করে নেওয়া।’