ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুস্তাফিজের দিল্লিতে আবারও করোনার হানা
Published : Sunday, 8 May, 2022 at 2:07 PM
মুস্তাফিজের দিল্লিতে আবারও করোনার হানাদিল্লি ক্যাপিটালস দলের এক নেট বোলার করোনা আক্রান্ত। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ঋষভ পান্থদের। আইপিএলের নিয়ম অনুযায়ী ওই বোলারের আবার করোনা পরীক্ষা হবে। তবে রবিবারের ম্যাচ এখনও বাতিল করা হয়নি।

জানা গেছে, রবিবার সকালে করোনা পরীক্ষা করা হয় দিল্লির ক্রিকেটারদের। তখনই দেখা যায় করোনা আক্রান্ত এক নেট বোলার। তাঁর সঙ্গে একই ঘরে থাকতেন আরও এক বোলার। তাঁদের দু’জনকেই নিভৃতবাসে রাখা হয়েছে। ফের একবার করোনা পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত দিল্লি দলের সব সদস্যকেই নিজেদের ঘরে নিভৃতবাসে থাকতে হবে।
রবিবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামার কথা ঋষভ পান্থের দিল্লির। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন পান্থরা। ১০ ম্যাচ খেলে তাঁদের সংগ্রহ ১০ পয়েন্ট।