ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টুইটারের নতুন ফিচারে যা থাকছে
Published : Monday, 9 May, 2022 at 12:11 PM
টুইটারের নতুন ফিচারে যা থাকছে মাত্র কয়েকদিন আগেই জনপ্রিয় মাইক্রো-ব্লগিং সাইট টুইটার কিনেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এরপর থেকেই টুইটারের বড়সড় বদল আনতে চলেছে তিনি।

সম্প্রতি ৯টু৫গুগলের এক প্রতিবেদনে জানা যায়, টুইটার নিয়ে আসতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার। এরই মধ্যে বিভিন্ন ধরনের নতুন ফিচারের কাজ শুরু করেছে টুইটার। খুব শিগগিরই লঞ্চ করতে পারে একটি নতুন ফিচার। এই নতুন ফিচারের মাধ্যমে একটি টুইটেই একসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করা যাবে।

টুইটারের নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র একটি টুইটের মাধ্যমেই ছবি ও ভিডিও দুটোই পোস্ট করতে পারবেন। বর্তমানে মিডিয়ার ক্ষেত্রে একটি টুইটে চারটি ছবি এবং একটি ভিডিও পোস্ট করা যায়। এছাড়াও শোনা যাচ্ছে যে টুইটারের নতুন ফিচারের মাধ্যমে আরও বেশি মিডিয়া ফাইল যুক্ত করা যাবে।

রিপোর্ট অনুযায়ী টুইটার কাজ করে চলেছে স্ট্যাটাস ফিচার নিয়ে। এই ফিচারের ইউজাররা অন্যদের স্ট্যাটাস দেখতে পারবেন। একই সঙ্গে সেখানে যোগ দিতে পারবেন এবং তা দেখতে পাবেন। এছাড়াও আরও অনেক ফিচার যুক্ত করতে যাচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টুইটার।