কুমিল্লায় ২ শতাংশ জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
Published : Sunday, 8 May, 2022 at 8:19 PM
কুমিল্লার চৌদ্দগ্রামে মাত্র দুই শতাংশ জমির দখল নিয়ে বিরোধের জেরে ইসরাফিল হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৮ মে) দুপুরে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন ওই গ্রামের কালা মিয়ার ছেলে। এছাড়াও হামলায় আহত হয়েছেন নিহতের মা, ভাই, ভাবি ও ভাতিজা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন ইস্রাফিলের প্রতিবেশী মুক্তল হোসেন, তার স্ত্রী রহিমা বেগম ও মেয়ে নাছরিন আক্তার। পুলিশ জানিয়েছে, ‘হত্যাকাণ্ডের পর স্থানীয়রা মুক্তল হোসেন, তার স্ত্রী ও মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় জড়িত অপরজন মুক্তল হোসেনের ছেলে সজিব ঘটনার পরপর পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ইসরাফিলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’