কুমিল্লার তিতাস উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিপুল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে তিতাস থানা পুলিশ। আজ রোববার বিকেলে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন দাস এর নির্দেশনায় এবং পরিদর্শক (তদন্ত) মো.রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক মো.বোরহান উদ্দিন ও সহকারী উপপরিদর্শক মো.শাজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে তিতাস থানা সড়কেরে মাথায় গৌরীপুর হোমনা সড়কের আলাউদ্দিনের চায়ের সামনে সিলেট-ঘ ১১-০০৯৭ এই নম্বরের প্রাইভেট গতিরোধক করে অভিযান চালিয়ে offices blue নামের ৪৮ বোতল এবং MCDOWIIes নামের ৪৮ বোতল মোট ৯৬ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকার এবং চালকসহ দুজনকে আটক করেছে।
আকৃতরা হলো সিলেট জেলার জৈন্তাপুর থানার ১নং লক্ষীপুর টিলাবাড়ি গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) ও প্রাইভেটকার চালক একই থানার কেন্দ্রী গ্রামের ছগির মিয়ার ছেলে মনির আহমেদ (২২)। চালক মনির আহমেদ বলেন আলী আহাম্মেদ নামের এক যুবক সিলেট সায়েস্তাগঞ্জ থেকে পাঁচ হাজার টাকায় ভাড়া করে দাউদকান্দির গৌরীপুর বাজারে আসবে বলে। কাটনে কি মাল জানতে চাইলে আলী আহাম্মেদ বলে তেলের কাটন।
এখানে আসার পর পুলিশ দেখে সে গাড়ী থেকে নেমে দৌড়ে পালিয় যায়।
সহকারী উপপরিদর্শক মো.বোরহান উদ্দিন ও সহকারী উপপরিদর্শক শাজাহান বলেন ওসি স্যারের নিদর্শনায় এবং ওসি তদন্ত স্যারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানা রাস্তার মাথায় অভিযান চালিয়ে ৯৬পিস ভারতীয় মদের বোতলসহ একটি প্রাইভেটকার এবং দুজনকে আটক করতে সক্ষম হই অপর আরেকজন দৌড়ে পালিয়ে গেছে।