কোয়াড্রপল বা চার শিরোপার স্বপ্ন দেখছিল লিভারপুল। কিন্তু টটেনহামের সঙ্গে ১-১ গোলে ড্রয়ে বড় রকমের ধাক্কা খেয়েছে রেডরা। বিপরীতে গতকাল নিউক্যাসলকে ৫-০ গোলে উড়িয়ে শিরোপার পথে এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এখন সমান ম্যাচে তিন পয়েন্টের ব্যবধান গড়ে ফেলেছে সিটিজেনরা। ৩৫ ম্যাচে ৮৬ পয়েন্ট ম্যানসিটির। সমান ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮৩।
এমন জয়ের পর সিটি কোচ পেপ গার্দিওলা যেন নিজের ক্ষোভ উগড়ে দিলেন এভাবে, ‘আসলে এ দেশে সবাই লিভারপুলকেই সমর্থন করে। মিডিয়া থেকে শুরু করে সবাই।’ তার পর লিভারপুলের প্রিমিয়ার লিগ ইতিহাস তুলে ধরে খোঁচা মারতেও দেখা যায় তাকে, ‘এটা অস্বীকার করার উপায় নেই ইউরোপে অসাধারণ ইতিহাস রয়েছে। কিন্তু প্রিমিয়ার লিগে সেটা নেই। কারণ তারা ৩০ বছরে মাত্র একবারই লিগ জিতেছে। এর পরেও এটা কোনও সমস্যা না।’
গার্দিওলার দল ৫ বছরে চতুর্থ শিরোপা ঘরে তুলতে যাচ্ছে। তার আগে শেষ তিন ম্যাচের ফল নিয়েও ভাবতে হচ্ছে তাকে। সিটি কোচ তো বুধবারের ম্যাচকে ফাইনাল হিসেবে উল্লেখ করলেন, ‘আমাদের ৯ পয়েন্ট নিতে হবে, হয়তো ৬। এটা নির্ভর করছে পরের দুই ম্যাচে গোল ব্যবধানের ওপর। তবে বুধবারের ম্যাচটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই ফাইনাল। আমাদের ভাগ্য এখন আমাদেরই হাতে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’