কুমিল্লায় বাতিল হওয়া মনোনয়নপত্রের আদেশের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন ৬ জন। নামঞ্জুর হয়েছে ৩ জনের আপিল আবেদন। সূত্র বলছে, ২ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন,১৯ নং ওয়ার্ডের জুয়েল এবং ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদের আপিল নামঞ্জুর করেছেন।
আপিল আবেদনে প্রার্থীতা ফিরে পেয়েছেন বলে জানা গেছে- ৪ নং ওয়ার্ড সাধারণ কাউন্সিলর প্রার্থী কবির আহমেদ, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ রুমন, ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ একরাম হোসেন, ২১ নং ওয়ার্ডের জামাল হোসেন কাজল, মোঃ মিন্টু এবং ৭নং সংরক্ষিত নারী কাউন্সিলর মোঃ ফারজানা আক্তার।
তবে এই বিষয়ে অফিশিয়ালি আগামী কাল দুপুরে রিটার্নিং কর্মকর্তা প্রতিবেদন প্রকাশ করবেন বলে জানিয়েছেন।