ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিলেটে বন্যার্তদের পাশে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ
শাহীন আলম
Published : Tuesday, 24 May, 2022 at 1:47 PM
সিলেটে বন্যার্তদের পাশে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগসিলেটের বন্যার্তদের পাশে খাদ্য সহায়তা ও ওষুধ বিতরণ করেছে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। সোমবার সিলেটের জৈন্তা উপজেলার চিকনাগুলি ইউনিয়রে বিভিন্ন গ্রামে পানিবন্দি প্রায় ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
 
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, চিকনাগুলি পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান, হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজির আলী সরকার, দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. রুবেল খাইরুল প্রমুখ।
বন্যার্ত অঞ্চলের বৃদ্ধা আফিয়া বেগম বলেন, এ প্রথম  আমাদের কেউ খাদ্য সহায়তা দিয়েছে। এর আগে কেউ কোন খাদ্য সহায়তা দেয়নি।
 
চিকনাগুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান, কুমিল্লার দেবিদ্বার থেকে স্বেচ্ছাসেবকলীগ চিকনাগুলি ইউনিয়ন পরিষদের  বন্যাদুর্গত বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী ওষুধ বিতরণ করেছেন। আমি উদ্যোগতাদের ধন্যবাদ জানাই।

দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, বিভিন্ন খবরে দেখেছি সিলেটের গ্রাম অঞ্চলে বন্যার্ত মানুষেরা কি কষ্টে আছে। মানুষের এমন কষ্ট এখন নিজের চোখে দেখলাম। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ চেষ্টা করেছে সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর। সে লক্ষ্যে এ অঞ্চলের ৩০০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ওষুধ বিতরণ করা হয়েছে।