কুমিল্লায় দুর্ঘটনায় আহত ট্রাক হেলপার মো. রিয়াজ (২২) মারা গেছেন।
মঙ্গলবার (২৪ মে) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিয়াজ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল গেইট এলাকায় থাকতেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দুর্ঘটনায় আহত হন ট্রাক হেলপার রিয়াজ। ভোরে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ওয়ার্ডে ভর্তি দেন। পরে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, গাড়িটি সাইড করতে গিয়ে আরেকটি গাড়ির সঙ্গে লেগে যায়। এসময় হেলপার রিয়াজ দুই গাড়ির মাঝে আটকে যান। এরপর ফায়ার সার্ভিসসহ হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেলে পাঠান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।