নোয়াখালীর আদালতে হওয়া একটি মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালীর তিন কর্মকর্তা। সোমবার যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক মাশফিকুল হক উভয়পক্ষের শুনানি শেষে তাদের অব্যাহতির আদেশ দেন।
অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন- নোয়াখালী দুদক কার্যালয়ের সাবেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. মশিউর রহমান ও মো. সুবেল আহামেদ।
নোয়াখালী দুদকের আইনজীবী আবুল কাশেম বলেন, এ মামলার ৪-৬নং বিবাদী যথাক্রমে নোয়াখালী দুদক কার্যালয়ের সাবেক ডিডি জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. মশিউর রহমান ও মো. সুবেল আহামেদ লিখিত জবাব দাখিল পূর্বক প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। ওই মামলায় আদালত সোমবার উভয়পক্ষের শুনানি করেন। শুনানি শেষে তিনজন কর্মকর্তার নাম আরজি থেকে কেটে তাদের মামলা থেকে অব্যাহতি দেন।
মানহানির মামলার অভিযোগে বলা হয়- নোয়াখালী জজকোর্টের নাজির (সাময়িক বরখাস্তকৃত) মো. আলমগীরের বিরুদ্ধে দুদকের তিন কর্মকর্তা প্রত্যক্ষ সহযোগিতায় এবং ইন্ধনে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি আদালতের তৃতীয় শ্রেণির কর্মচারীর অবৈধ সম্পদের পাহাড় শিরোনামে সংবাদ প্রচার করে। এ সংবাদে বাদীর ১০ কোটি টাকার মানহানি হয়েছে মর্মে দাবি করে উক্ত ১০ কোটি টাকা বিবাদীদের কাছ থেকে আদায়ের নিমিত্তে এ টিভি চ্যানেলের মালিক ও সাংবাদিকদের আসামি করা হয়।
এই তিন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার পর সময় টিভির মালিক ও সাংবাদিকদের ব্যাপারে পরবর্তী শুনানিতে আদালত আদেশ দেবেন বলে দুদকের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানিয়েছেন।