ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওমানকে হারাল বাংলাদেশ
Published : Tuesday, 24 May, 2022 at 6:53 PM
ওমানকে হারাল বাংলাদেশএশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ছয় গোল হজম করে বাংলাদেশ।  

মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় জেবিকে ফিল্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ২-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ হকি দল। দলের জয়ে আশরাফুল ইসলাম ও রকিবুল হাসান একটি করে গোল করেন।  

এদিন মাত্র ছয় মিনিটের মাথায় আশরাফুল পেনাল্টি কর্নার থেকে প্রথমে গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু ১৭ মিনিটে রাশেদ আল ফাজারির ফিল্ড গোলে সমতায় ফেরে ওমান। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জয় নিষ্পত্তিসূচক গোলটি করেন রকিবুল।

ম্যাচে ওমান ছয়টি পেনাল্টি কর্নার পেলেও সেগুলো ভালোভাবে কাজে লাগাতে পারেনি। তবে বাংলাদেশ মাত্র তিনটি পেনাল্টি কর্নার পেলেও দুটি থেকেই গোল পেয়েছে।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের জন্য দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া শক্তির বিচারে এক রকম ধরাছোঁয়ার বাইরে। সেই তুলনায় ওমান বলতে গেলে সমান শক্তির দল।

২০১৩ সালের পর থেকে এ পর্যন্ত আজকের ম্যাচসহ ১২ বার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ছয়বার জিতল বাংলাদেশ। বাকি ছয়বার জিতেছে ওমান।

আগামী পরশু গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার।