কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কলা ও মানবিক অনুষদের শিক্ষকদের নিয়ে 'বাংলাদেশের ছোটগল্প (১৯৯০-২০১০) উত্তর উপনিবেশিক বিবেচনা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আব্দুল মঈন।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মওলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলাম। অনুষ্ঠানটি কো অর্ডিনেট করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. এফ. এম. আব্দুল মঈন বলেন, ' আমাদের জীবনে সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা প্রভাব রয়েছে। এই প্রভাব নির্দিষ্ট কোন জায়গা জুড়ে নয় বরং পুরো বিশ্ব জুড়ে রয়েছে, রয়েছে প্রত্যেক ব্যক্তির মধ্যে। একাডেমিক গবেষণা ও সাহিত্যের যথাযথ চর্চা ও জানাশোনার মাধ্যমে প্রথাগত জ্ঞানকে চ্যালেঞ্জ করার সক্ষমতা অর্জন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম মওলা বলেন, ' উত্তর উপনিবেশিকতা থেকে আমরা বের হতে পারিনি। আমাদের সংস্কৃতি, চিন্তা-চেতনায় এখনো উপনিবেশিকতা বিরাজ করছে।মনস্তাত্ত্বিকভাবে আমরা এখনো শাসিত হচ্ছি।'
এসময় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।