ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে’
Published : Thursday, 26 May, 2022 at 12:00 AM, Update: 26.05.2022 12:53:10 AM
‘বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে’নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। তারা এখন আর কোনো নির্বাচনে অংশ নিতে চায় না। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচনÑ কোথাও তারা অংশগ্রহণ করে না। এমনকি চলমান কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন থেকেও সরে দাঁড়িয়েছে বিএনপি। কারণ তারা জানে, নির্বাচনে দাঁড়ালে তাদের ভরাডুবি হবে। আমি আশা করি তাদের ভীতি কাটবে। নির্বাচনে অংশ নিয়ে দলকে উপকৃত করবে।
বুধবার (২৫ মে) কুমিল্লায় জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শেষ পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে জাতীয় কবির জন্মবার্ষিকী প্রোগ্রামে এসেছি, কোনো রাজনৈতিক বক্তব্য দেবো না। শুধু এটুকু বলি- প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে। সবখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। শহর বদলে গেছে, গ্রাম বদলে গেছে। এখন ফকিরকেও দুই টাকা/ পাঁচ টাকা ভিক্ষা দিলে কেমন করে তাকায়। ১০ টাকার নিচে ফরিকও নিতে চায় না। মানুষ উন্নত জীবনযাপন করছে। এ সবকিছু সম্ভব হয়েছে শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন রিমি এমপি, কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রওশন আরা মান্নান, কবিপৌত্রী খিলখিল কাজী এবং মিষ্টি কাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব মোঃ আবুল মনসুর। স্মারক বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক। ধন্যবাদ বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।