নিয়মিত ভালো খেলে উন্নতি করার পুরস্কার পেল পাঁচটি দেশ। নারী ক্রিকেটে নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতকে ওয়ানডে স্ট্যাটাস প্রদান করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই পাঁচ দেশের পারফরম্যান্স অনুযায়ী তাদের ব়্যাঙ্কিং নির্ধারিত হবে। একই সঙ্গে সেই নিরিখে ২০২৫ মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ থাকছে এই পাঁচ দেশের সামনে।
উল্লেখ্য, এর আগে মেয়েদের ক্রিকেটে আইসিসির ওয়ানডে স্ট্যাটাস ছিল ১১টি দেশের। সেই সংখ্যা এবার বেড়ে দাঁড়াল ১৬-তে।
এই মুহূর্তে মেয়েদের ক্রিকেটে আইসিসির এক নম্বর ওয়ানডে দল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। ভারত রয়েছে তালিকার চতুর্থ স্থানে। বাংলাদেশের অবস্থান সপ্তম।
একনজরে আইসিসি ওমেনস ওয়ানডে ব়্যাঙ্কিং:
১। অস্ট্রেলিয়া - ১৬৭
২। দক্ষিণ আফ্রিকা - ১২৫
৩। ইংল্যান্ড - ১১৮
৪। ভারত - ৯৯
৫। নিউজিল্যান্ড - ৯৮
৬। ওয়েস্ট ইন্ডিজ - ৮৯
৭। বাংলাদেশ - ৭৮
৮। পাকিস্তান - ৬৭
৯। আয়ারল্যান্ড - ৪৮
১০। শ্রীলঙ্কা - ৪৭
১১। জিম্বাবুয়ে - ০।