বান্দরবানের থানচি উপজেলার জীবননগরে পাহাড় থেকে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সোয়া ১০টায় বান্দরবন থেকে থানচি যাওয়ার পথে নীলদিগন্ত পর্যটন স্পট পরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে হামিদুর রহমান (৪০) পর্যটক বলে জানা গেছে। তবে বাকিজন পর্যটক নাকি গাড়ির চালক সেটি নিশ্চিত হওয়া যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৯ জনের একটি পর্যটকদল এক্স নোয়া মাইক্রো নিয়ে থানচি আসছিলেন। পথে নীলদিগন্ত পর্যটন স্পট পরবর্তী এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে হামিদুর রহমান মারা যান।
ওসি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িতে চালক ছাড়া বাকি সবাই বুয়েটের সিকিউরিটি গার্ড ছিলেন। এ ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।