কুমিল্লার লাকসামে থানার তিন শ’ গজের মধ্যে ৩৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় তিন জন গ্রেপ্তার হলেও তাদের তথ্যে উঠে আসা মূল পরিকল্পনাকারীদের কেউ গ্রেপ্তার হয় নি। মূল পরিকল্পনাকারীরা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ২৯ মার্চ রাতে কুমিল্লা জেলার লাকসাম থানার ৩শ গজের মধ্যে লাকসাম উত্তর বাজারস্থ গ্রামীনফোন লিমিটেডের পরিবেশক মেসার্স মাসুম
টেলিকমে নগদ টাকা ও
মালামাল সহ ৩৫ লাখ টাকার দুধর্ষ চুরির ঘটনা ঘটে। পরদিন এ ঘটনাটি জানাজানি হলে সাধারণ
মানুষ ও ব্যবসায়ীদের মাঝে সৃষ্টি হয় অসন্তোষ ও ক্ষোভ। এ ঘটনায় প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বাদী হয়ে লাকসাম থানায়
অজ্ঞাতদেরকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশী
তদন্তে ২জন গ্রেফতার হয়। গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতে মন্টিসহ মূল পরিকল্পনাকারী
কয়েকজনের নাম উঠে আসে এবং গ্রেপ্তারকৃতরা জানান তারা ঘটনায় অংশগ্রহণ করেন। মন্টি গ্রেফতার হলেও
অন্য মূল পরিকল্পনাকারীরা পলাতক রয়েছে। মামলাটি ২৪ এপ্রিল লাকসাম থানায় নথিভুক্ত হয়েছে। যার
নং- ১১/৫০, ধারা ৪৬১/৩৮০ পেনাল কোর্ট।
থানাসূত্রে জানা যায়, আসামীদের পক্ষে
প্রভাবশালীদের তদবীর অব্যাহত রয়েছে। বিজ্ঞ মহলের অভিমত হচ্ছে দুষ্কৃতকারী ও
অভিযুক্তদের ব্যাপারে কঠোর হলে এবং তাদের যথাযথভাবে বিচার হলে জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।