চলতি সিরিজের চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৫৩ ওভার বোলিং করেছে বাংলাদেশ। খেলা ড্র হয়ে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসেও ফিল্ডিং করতে হয়েছে ৯০.১ ওভার। লম্বা সময়ধরে ফিল্ডিংয়ে থাকার ধারা চলমান মিরপুর টেস্টেও। এরই মধ্যে ম্যাচের প্রথম ইনিংসে ১৬৬.১ ওভার মাঠে ছিল মুমিনুল হকের দল।
প্রায় প্রতি ম্যাচেই এতো বেশি ওভার ফিল্ডিং করতে হয় বাংলাদেশ দলকে। খুব কম সময়ই একদিনের কমে প্রতিপক্ষকে অলআউট করতে পারে টাইগাররা। তাই তো, দলের প্রাণভোমরা সাকিব আল হাসান সরাসরিই বলে দিলেন বিশ্বে সবচেয়ে বেশি ফিল্ডিং করা দল বাংলাদেশই।
মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে অনেক কিছু নিয়েই কথা বলেছেন সাকিব। তার কাছে প্রশ্ন ছিল, টানা দশ দিন টেস্ট খেলার মতো যথেষ্ট ফিটনেস বাংলাদেশের খেলোয়াড়দের আছে কি না? এর উত্তরে সাকিব জানিয়েছেন, ফিটনেসের চেয়ে সমস্যা মূলতঃ মানসিক।
তার ভাষ্য, 'আমার মনে হয়, আমরা টেস্ট ক্রিকেটের সবচেয়ে ফিট দল। কারণ সবচেয়ে বেশি ফিল্ডিং তো আমরা করি। শারীরিকভাবে আমরা ফিট। মানসিক জায়গায় হয়তো পিছিয়ে আছি। এই জায়গায় অনেক বেশি কাজ করার আছে।'
সাকিব আরও যোগ করেন, 'আপনি দেখুন (এই সিরিজে) তিন ইনিংসে চারশ-সাড়ে চারশ ওভার ফিল্ডিং করতে হয়েছে। এরপর লিটন (দাস) ও মুশফিকের (রহিম) একজন ১৪০ করেছে, আরেকজন ১৫০ এর বেশি করেছে। তো শারীরিকভাবে সবাই ফিট। বাকিটা মানসিক সমস্যা।'