নিজস্ব প্রতিবেদক: কলকাতা সফরে গিয়ে বড় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি। সিরিজের প্রথম খেলায় বৃহস্পতিবার টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা ক্রিকেট একাডেমি। ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ান্সের সায়মন, মাহবুব ও মারুফের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৯৮ রানে অলআউট হয়ে যায় কলকাতা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি। দলের পক্ষে অপরাজিত ৬৫ রানের অবদ্য ইনিংস খেলেন ইফরান সাব্বির।
শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি বনাম কলকাতা ক্রিকেট একাডেমি।