ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় উৎসব---এলজিআরডি মন্ত্রী
Published : Friday, 27 May, 2022 at 12:00 AM, Update: 27.05.2022 12:41:26 AM
জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় উৎসব---এলজিআরডি মন্ত্রীনিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও কুমিল্লার কৃতী সন্তান মোঃ তাজুল ইসলাম এমপি। শুক্রবার বিকাল ৫টা থেকে কুমিল্লা টাউন হলের অস্থায়ী মঞ্চে এই অনুষ্ঠানটি শুরু হবে। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এএফএম হায়াতুল্লাহ। আলোচনা করবেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, নজরুল গবেষক ও সাবেক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।  আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
এর আগে বুধবার জাতীয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এছাড়াও সংসদ সদস্যবৃন্দ ও  বিভিন্ন মন্ত্রনায়লয়ের  সচিবগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।