কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সহসভাপতি, কুমিল্লা বিজ্ঞ সিনিয়র আইনজীবী, দেবীদ্বারের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট নিজুমুল হকের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গনে প্রথম জানাযা এবং বাদ জুম্মা নিজ গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
তিনি বৃহস্পতিবার কুমিল্লা মুন হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর, তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতী নাতনীসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রাজনৈতিক রেখে গেছেন।
প্রবীন এ রাজনীতিক ও আইনজীবর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, আ’লীগ কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি সাবেক মন্ত্রী ও এমপি এবিএম গোলাম মোস্তফা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ¦ জাহ্গাীর আলম সরকার, আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক উপ-মন্ত্রী ও এমপি এএফএম ফখরুল ইসলাম মূন্সী, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, বুড়িচং আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপদেষ্টা আব্দুল মতিন মূন্সী, সাধারন সম্পাদক রোশন আলী মাষ্টার, সহ-সভাপতি সাংবাদিক শাহজাহান, অধ্যাপক ডাঃ আব্দুল মান্নান জয়, রশিদুল আলম মিয়াজী, আবু নাসের, মাইনুল হক, সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডবোকেট আবু তাহের, কুমিল্লা বারের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সফিকুর রহমান, এডভোকেট ফেরদৌস মমিন খন্দকার, এডভোকেট আবুল কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, এড. সৈয়দ তানভীর আহম্মেদ ফয়সাল, চান্দিনা উপজেলা আ’লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বক্সি, দেবীদ্বার আ’লীগের সাধারন সম্পাদক একেএম মনিরুজ্জামান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, যুব লীগ কুমিল্লা উত্তর জেলার সাবেক সাধারন সম্পাদক বাহাউদ্দিন বাহার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, সাধারন সম্পাদক কমরেড এডভোকেট অশোক দেব জয়, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমূখ ব্যক্তিবর্গ।