কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে মিছিল করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মে) বেলা ১১টার দিকে নগরীর ১৩নং ওয়ার্ডের চর্থা চৌমুহনী এলাকায় কায়সারের ঘোড়া প্রতীকের সমর্থকরা মিছিল করার সময় তাৎক্ষণিক এ জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন সুলতানা নিপা জানান, ঘোড়া প্রতীকের প্রার্থী প্রচারনায় জীবন্ত প্রাণী ব্যবহার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন বলেন, বিষয়টি আমি জানতাম না। আমার সমর্থকরা আমাকে না জানিয়ে ঘোড়া নিয়ে আসে।