ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইভিএম দেখতে ঢাকায় যাবেন ৩৪ জন
Published : Sunday, 29 May, 2022 at 12:00 AM
ইভিএম দেখতে ঢাকায় যাবেন ৩৪ জননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের ইলেকট্রনিক ভোটিং মেশিন যাচাই করে দেখার জন্য আবেদন করেছেন ২৪ জন প্রার্থী। প্রার্থী এবং প্রার্থীদের পক্ষে মোট ৩৪ জন ঢাকায় এই পর্যবেক্ষণে যাবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এর মধ্যে তিন মেয়র প্রার্থী আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সার এই আবেদন করেছেন। তাদের তিন জনের পক্ষ থেকে ৪ জন ঢাকায় যাবেন বলে জানা গেছে। এছাড়া বাকি ২১ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৪ জন স্ব শরীরে যাবেন এবং অপর ১৭ জন প্রতিনিধি পাঠাবেন বলে আবেদন করেছেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যাবেন তারা। গত ২৫ মে কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বলা হয় ২৬ মে বিকেল ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে বা প্রতিনিধির নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের জন্য ইভিএম কাস্টমাইজেশন কার্যক্রম আগারগাঁওয়ের নির্বাচন ভবনে করা হবে। সেখানে কাস্টমাইজেশন প্রক্রিয়া পর্যবেক্ষণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার মনোনীত কারিগরি জ্ঞানসম্পন্ন প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৬ মের মধ্যে আবেদন না করলে ধরে নেয়া হবে যে ওই প্রার্থী ইভিএম কাস্টমাইজেশন প্রক্রিয়া দেখতে আগ্রহী নন।