ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ববিদ্যালয়ের মূল সম্পদ শিক্ষার্থীরা: কুবি ভিসি
সাঈদ হাসান
Published : Tuesday, 7 June, 2022 at 8:12 PM, Update: 07.06.2022 8:14:21 PM
বিশ্ববিদ্যালয়ের মূল সম্পদ শিক্ষার্থীরা: কুবি ভিসিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের নবীন বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন শিক্ষর্থীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মূল সম্পদ।

তিনি আরও বলেন, তোমরা কর্মক্ষেত্রে প্রবেশ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে। এই প্রশাসন সর্বদা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষক নিয়োগ দিতে নিয়োজিত থাকবে। আমরা এমন কোনো শিক্ষক নিয়োগ দিবো না, যে আমার সন্তানকে পড়াতে পারে না। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল সম্পদ।

মঙ্গলবার (৭ জুন) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বাংলা বিভাগের শিক্ষার্থী মো. হুসাইন আহমেদ ও আয়েশা আক্তার সঞ্চালনা এবং অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা এবং স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. শামসুজ্জামান মিলকী।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, 'আজকে মানব সভ্যতার সবচেয়ে বড় সংকট হচ্ছে, আমরা যারা শিক্ষিত তারা চিত্তবান না হয়ে বিত্তবান হতে চাই। আমরা শিক্ষিত না হয়ে গৌরব চাই। আমরা সুখী না হয়ে ধনী হতে চাই। এই সংকট উত্তরণে আমাদের যেতে হবে মানবতার কাছে, সাহিত্যের কাছে। আপনারা সত্যিকার অর্থে চিত্তবান হবেন। আপনার শিক্ষিত হবেন।'
এসময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।