ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঝোপঝাড় পরিষ্কারে পুলিশ
আলমগীর হোসেন
Published : Tuesday, 7 June, 2022 at 8:52 PM
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঝোপঝাড় পরিষ্কারে পুলিশঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা অংশে মহাসড়কের দুপাশের ঝোপঝাড় (ছোট ঘন জঙ্গল) পরিষ্কার করেছে পুলিশ। সোমবার দিনব্যাপী মহাসড়কের দুপাশের ঝোপঝাড় কাটা শুরু করেন চান্দিনা থানা।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: ফয়েজ ইকবালের নেতৃত্বে চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঝোপঝাড় পরিষ্কারের অভিযান শুরু করেন। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশের ঝোপঝাড়ে যাতে ডাকাতদল ঘাপটি মেরে বসে থাকতে না পারে সে লক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সড়কের ঝোপঝাড়ে লুকিয়ে থেকে ডাকাতদল বিভিন্ন সময়ে যানবাহনে ডাকাতির চেষ্ঠা করে থাকেন। এছাড়াও মহাসড়কে রাতে যানজট সৃষ্টি হলে যাতে যানবাহনে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা না ঘটে সে লক্ষে এ উদ্যোগ বলে পুলিশ জানায়। সড়ক পথে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে ঝোপঝাড় পরিষ্কার করে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ করা সহজ হবে।