ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে মাঠ দিবস ও সফল কৃষককে সম্মানী ভাতা বিতরণ
মো. হাবিবুর রহমান,
Published : Thursday, 9 June, 2022 at 8:16 PM
মুরাদনগরে মাঠ দিবস ও সফল কৃষককে সম্মানী ভাতা বিতরণকুমিল্লার মুরাদনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি/২০২১-২০২২ মৌসুমে রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত বারি গম-৩২ প্রদর্শনীর ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সফল কৃষক শাহআলমকে সম্মানী ভাতা প্রদান করা হয়। বুধবার বিকেলে শতাধিক কৃষক-কৃষানীর উপস্থিতিতে মোচাগড়া ফসলি মাঠে অনুষ্ঠিত ওই মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগের সভাপতিত্বে ‘মাঠ দিবসে’ বিশেষ অতিথি ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলাউদ্দিন। উপ-সহকারী কৃষি কর্মকতা একলাসুর রহমানের উপস্থাপনায় এতে আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাম মিয়া, ইউপি সদস্য সেলিম মুন্সি। মাঠ দিবসে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আল-আমিন ও জসিম উদ্দিন, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, মোচাগড়া বাজার মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান। 
 প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, সরকার প্রতিটি ফসলের জাত উন্নয়নে কাজ করে যাচ্ছে। বারি গম-৩২ একটি উন্নত জাতের গম বীজ। আপনারা যারা এই বারি গম-৩২ এর চাষাবাদ করেছেন তারা এটির সুফল পেয়েছেন। তিনি আরো বলেন, আপনারা সব সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা বা উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে চাষাবাদ করবেন, এতে করে আপনারা যেমন লাভবান হবেন, তেমনি দেশও কৃষি সমৃদ্ধি লাভ করবে।