ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে ৬ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১২৭ মিলিমিটার
Published : Thursday, 9 June, 2022 at 8:40 PM, Update: 09.06.2022 8:51:40 PM
চাঁদপুরে ৬ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১২৭ মিলিমিটার টানা কয়েকদিন গরমের পর চাঁদপুরে প্রচুর বৃষ্টি হয়েছে। ৬ ঘন্টায় চাঁদপুরে মোট বৃষ্টিপাতের পরিমাণ ১২৭ মিলিমিটার রেকর্ড করেছে চাঁদপুর আবহাওয়া অফিস। ৯ জুন বৃহস্পতিবার দুপির  ১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ বৃষ্টি রেকড করা হয়। 
জানা যায়, গত কয়েকদিনের গরমে হঠাৎ বৃষ্টিতে আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়। তবে দুপুর  ১ টা থেকে মুষল ধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে সাধারণ জীবন যাত্রা মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে। রিকশা ও ভ্যান চালকসহ শ্রমিকদের নিত্যদিনের  কাজে বিঘ্ন ঘটে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ বার্ষিক পরীক্ষা চলমান থাকায় কোমলমতি শিক্ষার্থিরা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে পরীক্ষা দিতে দেখা যায়। বৃষ্টির পানি বেশী হওয়ায় ড্রেনের ময়লা পানির সাথে মিশে রাস্তায় উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় হাটু  পর্যন্ত পানি জমতে দেখা যায়।সড়কে জলাবদ্ধতার কারণে চাঁদপুর পৌরসভার নির্মানাধীন ড্রেনের কাজ চলার কারণে জলাবদ্ধতায় তা দেখতে না পেয়ে হোচট খেয়ে পরতে হয়েছে। বৃষ্টির কিছুটা কমে আসলে বিকালে  চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ড্রেনের ময়লা-আবর্জনা তুলে পানি চলাচলে স্বাভাবিক করে। রাস্তায় ময়লা ও বৃষ্টির পানির কারনে সাধারণ মানুষের চলাচলে অনেক  বিঘ্ন ঘটে।  এছাড়া চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ায় পানি বৃদ্ধি পেয়েছে। এ বৃষ্টির ফলে চাঁদপুর শহরের পালপাড়া, আলীম পাড়া, প্রতাপ সাহা রোড, ছৈয়াল বাড়ি রোড, নাজির পাড়া,রহমতপুর আবাসিক এলাকা, ট্রাক রোড, মাদ্রাসা রোডসহ বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাতে এসব এলাকার মানুষ কয়েক ঘন্টার সমস্যায় পরতে হয়। বিকালের পর থেকে এসব এলাকার পানি সরে যায়। 
চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব জানায়,৬  ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ১২৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।