কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা তোহা বাজারে সরকারিভাবে বহুতল ভবন নির্মাণের কার্যক্রম শুরু হচ্ছে। সে কারনে তোহা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের নতুন তোহা বাজারের সরকারি সেডে স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এনিয়ে ব্যবসায়ীদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে। ১৩৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নতুন তোহা বাজারে স্থানান্তর করা হলেও লিজধারী ১৮ জন ব্যবসায়ীকে তোহা বাজারে জায়গা দেওয়া হয়নি।
ব্যবসায়ী সংগঠনের সদস্য সোলাইমান মেহেদী ও বিল্লালের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর পূর্নবাসন ও পরবর্তীতে দোকান বরাদ্দ পাওয়ার আবেদন করেন। আবেদন সূত্রে জানা যায়, বাগমারা - ভূশ্চি সড়কের পাশে সরকার দেয়া লীজ নিয়ে ৩০ বছর ধরে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। সরকার মার্কেট নির্মাণ করবে সেজন্য তাদের দোকান ছাড়তে হবে। এতে তারা সহযোগিতা করবেন। ব্যবসায়ীরা তাদের পূর্নবাসনের নিশ্চয়তা চান।।
বাগমারা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, ‘সরকারি জায়গায় দীর্ঘদিন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছি। দোকানঘর উচ্ছেদ করে দেওয়ায় আমরা অসুবিধার মধ্যে পড়েছি।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছে, আমরা পূনর্বাসন চাই। বর্তমান ইউএন ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান যাতে সঠিক বিবেচনায় আমাদের পুনর্বাসন করেন সেটি আমাদের প্রত্যাশা।
বাগমারা দক্ষিণ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, বাজারের ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গা নির্ধারণের জন্য এরই মধ্যে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। পার্শ্ববর্তী সরকারি জায়গায় ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করা হচ্ছে।
লালমাই প্রেস ক্লাবের আহবায়ক অমর কৃষ্ণ বণিক মানিক বলেন স্হানীয় প্রশাসনের সাথে এব্যাপারে কথা হয়েছে। ব্যবসায়ীদের বিষয়ে প্রশাসন আন্তরিক।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম জেলা প্রশাসক মহোদয়ের বরাত দিয়ে বলেন উচ্ছেদকৃত সকল ব্যবসায়ী সমান সুযোগ পাবে। তিনি স্হানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেনকে সকল ব্যবসায়ীকে পূর্নবাসন করার তাগিদ দেন।