পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ১১ কেজি গাঁজাসহ ২ আন্তঃজেলা মাদক ব্যবসায়িকে আটক করে শনিবার দুপুরে কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ।
নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমেন’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ইষ্টগ্রাম সজীব ব্রিক ফিল্ডের কাছ থেকে ৫ কেজি গাঁজাসহ মনির হোসেন (৩৩) নামে এক আন্তঃজেলা মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। মনির হোসেন ব্রাক্ষনবাড়িয়ার কসবা উপজেলার লতিয়ামুজা গ্রামের মোঃ সিরাজুল ইসলাম’র ছেলে।
অপর অভিযানে একই সময়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার দাস’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কাবিলপুর গ্রামের আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ি মোঃ সেলিম রেজা(৩০) কে গ্রেফতার করে। আটক মোঃ সেলিম রেজা চাপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জ উপজেলার চারতারা গ্রামের ইসমাইল হোসেন’র পুত্র।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) খাদিমুল বাহার বিন আবেদ জানান, পৃথক অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ি মনির হোসেন ও সেলিম রেজা নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে আজ (শনিবার দুপুরে) কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে। উভয় মাদক ব্যবসায়ির বিরুদ্ধে বিভিন্ন জেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৪টি মামলা রয়েছে। আমাদের মাদক অভিযান অব্যাহত আছে।