লাকসামে সাংবাদিকদের নিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে মতবিনিময়
Published : Sunday, 12 June, 2022 at 12:00 AM
মোহাম্মদ আবদুর রহিমঃ
গতকাল শনিবার (১১ জুন ২০২২) নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় সাংবাদিকদের সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা পরিষদ মিলানায়তনে কুমিল্লায় অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে ৩০ জন সাংবাদিকদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের মন্ত্রী ইমরান আহমেদের একান্ত সচিব আহমাদ কবীর।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাহফুজা মতিন, সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লার অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।
এছাড়া উপস্থিত ছিলেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ার, মোঃ গোলাম মোস্তফা এবং অনান্য সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ারের সঞ্চাচালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাহফুজা মতিন লাকসাম উপজেলার অভিবাসন চিত্র তুলে ধরেন এবং সরকার গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লার অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কামরুজ্জামান টিটিসি এর বিভিন্ন প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা সম্পর্কে আলোকপাত করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্নত্তোর পর্বে বক্তব্য রাখেন লাকসাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধূর হিরা, প্রচার সম্পাদক এম এ কাদের অপু, আবুল কালাম, জাফর আহমদ প্রমুখ।