Published : Sunday, 12 June, 2022 at 12:00 AM, Update: 12.06.2022 1:18:05 AM
নিজস্ব
প্রতিবেদক: নয় দফা ইশতেহার প্রকাশ করেছেন কুমিল্লা সিটি নির্বাচনের
স্বতন্ত্র মেয়র প্রার্থী ঘোড়া প্রতিকের মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার।
গতকাল সকালে নগরীর বাদুরতলায় নিজের নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে
এই ইশতেহার ঘোষণা করেছেন। তার ইশতেহারে অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতির
পাশাপাশি সামাজিক উন্নয়ণেরও অংগীকার করেন। তার ইশতেহার প্রকাশের সময় তিনি
বলেন, তরুণদের কথা মাথায় রেখে তিনি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞানের
সামাজিক উন্নয়ণ করতে চান। নগরীর প্রধান সমস্যা যানজট ও জলাবদ্ধতা দূর
করবেন। অন্যদিকে সাধারণ নগরবাসীর নিরাপত্তা ও পরিবেশগত উন্নয়ণে যা প্রয়োজন
তাই করবেন।
ইশতেহার প্রকাশ শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে নিজাম
উদ্দিন কায়সার বলেন, এখনো পর্যন্ত নির্বাচনি পরিবেশের তেমন কোন অবনতি দেখা
যায় নি। তারপরও ভোটের দিন কি হয় সেটি দেখার বিষয়। ১৫ জুন ভোট গ্রহনের দিন
বহিরাগতরা নগরীর বিভিন্ন কেন্দ্রে অবস্থান করতে পারে বলে শুনেছি। নির্বাচন
কমিশনকে এসব বিষয়ে সতর্ক পদক্ষেপ গ্রহন করতে হবে। কেন্দ্রে যেন কেউ
পেশিশক্তির ব্যবহার না করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য দাবি
জানাচ্ছি।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলাবাহিনী যে ভাবে
এখনো পর্যন্তক পরিবেশ ধরে রেখেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু আমি
বিশেষ কোন কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলতে চাই না। সব ক’টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
আর যেভাবে মাঝে মাঝে হুমকি ধমকি আসছে এটা নিয়েও আমরা শঙ্কিত। ভোটারদের
নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কুমিল্লার মানুষ পরিবর্তনের পক্ষে।
সুষ্ঠু পরিবেশ ও পরিস্থিতি বজায় থাকলে ঘোড়া মার্কা জয়ী হবে।
পরে তিনি নগরীর বিভিন্ন এলাকায় হেঁটে গণসংযোগ করেন। এছাড়া কয়েকটি উঠান বৈঠকেও অংশ নেন তিনি।