Published : Sunday, 12 June, 2022 at 12:00 AM, Update: 12.06.2022 1:18:10 AM
নিজস্ব
প্রতিবেদক: আবারো লেভেলপ্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছেন কুমিল্লা সিটি
নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি সদ্য বিদায়ি
মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা। নগরীর রাণীর বাজার এলাকায় প্রচারণাকালে
মনিরুল হক সাক্কু সাংবাদিকদের বলেন, আমি বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছি।
গণসংযোগ করছি। যে এলাকা থেকে ফিরে আসছি সে এলাকায় আমার নেতা কর্মীদের কে
বা কারা হুমকি ধমকি দিচ্ছে। আমি যা আশংকা করছি তা ৯০ পারসেন্ট সত্য। আমি
শুনেছি নির্বাচনের দিন বিভিন্ন ইউনিয়ন থেকে বহিরাগতরা এসে কেন্দ্রে প্রভাব
বিস্তার করবে। বহিরাগতদের দেখেলে মানুষ এমনেই ভয় পায়। ভোট ধীরগতির হয়ে
যাবে। ভাট দিতে গিয়ে মানুষ যদি অপরিচিতদের দেখে এমনিতেই ভয়ে বাসায় চলে
যাবে। আমি অনুরোধ করবো এই বিষয়ে সিইসি বা রিটার্নিং কর্মকর্তারা যেন সজাগ
দৃষ্টি রাখেন।
এদিকে নির্বাচনী প্রচারণাকালে ইসির নির্দেশনা সত্ত্বেও
এমপি বাহারের এলাকা না ছাড়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন স্বতন্ত্র মেয়র
প্রার্থী মনিরুল হক সাক্কু। নগরীর রাণীর বাজার এলাকায় প্রচারণাকালে মনিরুল
হক সাক্কু সাংবাদিকদের বলেন, উনি (এমপি বাহার) এখনো এলাকা ছাড়েননি। তিনি
যদি এলাকা না ছাড়েন, তাহলে নির্বাচন কমিশনের কাজ কি? তাকে কেনো চিঠি দেওয়া
হয়েছিলো? আমি শুনছি উনি একটা রীট করছে। এটার শুনানী চলছে। তার মানে তো এই
না উনি এলাকায় থাকতে পারবেন। আইন অনুযায়ী উনি এখন এলাকায় থাকতে পারেন না।
কিন্তু আছেন। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তো থাকলো না।