Published : Sunday, 12 June, 2022 at 12:00 AM, Update: 12.06.2022 1:18:14 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা শান্তির শহর- সবার শহর, আমরা কুমিল্লার উন্নয়ণে সবাই
মিলে কাজ করবো। যে ই মেয়র নির্বাচিত হোক না কেন ১৫ জুন সুন্দর একটি
নির্বাচন হবে- এমন আশাবাদ ব্যক্ত করেই গতকাল নিজের নির্বাচনি প্রচারণা শুরু
করেন কুমিল্লা সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল
হক রিফাত। শনিবার সকালে নগরীর রাণীর দিঘির পাড়স্থ নির্বাচনী কার্যালয়ে
সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। নির্বাচনে অন্য প্রার্থীদের অভিযোগ
প্রসঙ্গ আরফানুল হক বলেন, তারা আর কি সুযোগ চান। তারা সবাই সুন্দর এবং
সাবলীল ভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা করতে পারছেন। কেউ কাউকে বাঁধা
দিচ্ছে না।
নির্বাচনি প্রচারণায় বাঁধা প্রসঙ্গে তিনি বলেন, উনি(সাক্কু)
কি বলতে পাারবেন আমি উনাকে কোন কাজে বাঁধা দিচ্ছি? কেন লেভেলপ্লেয়িং ফিল্ড
নাই। উনি বলুক কোথায় সমস্যা হয়েছে। উনার নির্বাচনি কর্মকান্ডে কোন সমস্যা।
শহরে দেখেন আমার চেয়ে বেশি উনার পোস্টার। উনি পথসভা উঠান বৈঠক সবই
নির্বিঘ্নে করতে পেরেছেন। যদি তার কর্মী বা সমর্থকদের কেউ বাঁধা দিতো তাহলে
বলতে পারতেন। কিন্তু তাকে তো কেউ বাঁধা দেয় নি।
এসময় এমপি বাহাউদ্দিন
বাহারের নির্বাচনী এলাকা না ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে রিফাত বলেন, হাজী আ ক
ম বাহাউদ্দিন বাহার শুধু কুমিল্লা সদর আসনের এমপিই নন, তিনি কুমিল্লার
অভিভাবক। তিনি কুমিল্লায় অবস্থান করলেও আমার নির্বাচনী কোনো কার্যক্রমে
যুক্ত হচ্ছেন না। তিনি কিছু ব্যক্তিগত ও সাংগঠনিক কর্মকাণ্ড সম্পাদন করছেন।
রিফাত পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, এমপি বাহারকে নিয়ে সাক্কুর এতো
ভয় কেন? সে ইসিতে অভিযোগ অভিযোগ করে তাঁকে এলাকা ছাড়া করতে চায়। নির্বাচন
কমিশন যে আদেশ দিয়েছে এর বিরুদ্ধে হাইকোর্টে রীট করা হয়েছে। দু’য়েক দিনের
মধ্যে হয়তো রায় হবে। তখন যদি তাকে এলাকা ছাড়তে হয়, তিনি ছেড়ে দিবেন।