কুমিল্লায় পৃথক অভিযানে ২০ কেজি ২৩ বোতল বিদেশী মদ এবং ২১ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ১১ জুন রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার রাম মানিক দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা এবং ২১ বোতল ফেন্সিডিলসহ একজন,১২ জুন রবিবার সকালে জেলার চৌদ্দগ্রাম থানার উজিরপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ একজন এবং একই দিনে একই থানার কালিকাপুর এলাকায় থেকে ২৩ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আব্দুল্লাহপুর (পূর্বপাড়া) গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে মোঃ মীর হোসেন(২৮)। কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার জগপুর গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে মোঃ বিল্লাল হোসেন(২৩)। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ০৩নং কালিকাপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আনা মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া(৩৫)।
র্যাব-১১,সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।