চান্দিনায় সামাজিক নিরাপত্তা প্রদানে ভূমিকা বিষয়ক সেমিনার
Published : Tuesday, 14 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
‘‘শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে’’ এ স্লোগান নিয়ে কুমিল্লার চান্দিনা উপজেলায় সমাজ সেবা অধিদপ্তরের কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা প্রদানে ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। সভাপতিত্ব করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- জেলা সমাজ সেবা কার্যালয় কুমিল্লা এর উপ-পরিচালক জেড.এম. মিজানুর রহমান খাঁন, চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ্ব মো. শওকত হোসেন ভূঁইয়া।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল করিম দর্জি, জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আউয়াল খাঁন, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, বাতাঘাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সাদেক হোসেন, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব ভূঁইয়া সহ বিভিন্ন দপ্তর প্রধান, সংস্থার সভাপতি, সমাজসেবার সহকর্মী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।