ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছেছে ইভিএমসহ ভোটের সরঞ্জাম
Published : Tuesday, 14 June, 2022 at 5:23 PM
কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছেছে ইভিএমসহ ভোটের সরঞ্জামকুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানে হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) অন্যান্য সরঞ্জামাদি।
১৫ জুন বুধবার অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। ভোট সুষ্ঠভাবে শেষ করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমসহ ভোটের নানা সরঞ্জাম পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা কুসিক নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কাছ থেকে সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রে নিয়ে যান। কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে ২৭ টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে এসব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। ১০৫টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৬৪০টি।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুসিক নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী। জানান, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনী নির্বাচনী সব সরঞ্জাম পাঠানো  হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ১৫ জুন সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।