নটিংহ্যাম টেস্টে ট্রেন্ট বোল্টের মাইলফলক হয়েছে। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন বোল্ট।
দুই ইনিংস মিলে ৩২ রান করার মধ্য দিয়ে নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন নিউজিল্যান্ডের এই তারকা পেসার।
১১ নম্বর পজিশনে ব্যাটিং করে যাওয়া ট্রেন্ট বোল্ট শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনকে ছাড়িয়ে গেছেন। সবার পরে ব্যাটিংয়ে নামা বোল্ট টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৬৪০ রানের মালিক হলেন। এই রান করতে বোল্ট খেলেন ৭৯ ইনিংস।
বোল্টের চেয়ে ১১ ইনিংস বেশি খেলে ৬২৩ রান করেছেন মুরালিধরন। মুত্তিয়া মুরালিধরন করেন ৯৮ ইনিংসে ৬২৩ রান। জেমস অ্যান্ডারসন ১৬৪ ইনিংসে ৬০৯ রান। গ্লেন ম্যাকগ্রা ১২৮ ইনিংসে ৬০৩ রান। বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ ক্যারিবীয় তারকা কোর্টনি ওয়ালশ ১২২ ইনিংসে ৫৫৩ রান করেন।