স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, ‘সুশিক্ষিত জাতি গঠনে মায়েদের ভূমিকা অপরিসীম’।
শনিবার (১৮ জুন) সকালে কুমিল্লার চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, ‘একটি সন্তান পরীক্ষায় ১শ নম্বর পেলে ওই শিক্ষার্থীর ৮০ নম্বরের কৃতিত্ব তার অভিভাবকদের, বিশেষ করে মায়ের। সুতরাং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে প্রতিটি অভিভাবকদের সচেতন হতে হবে’।
তিনি আরও বলেন, সন্তানকে লেখাপড়ায় মনোযোগি করতে হলে শিশুদের হাতে মোবাইল ফোন দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, মোবাইল ফোনের নেটওয়ার্ক রেডিশন শিশুদের মস্তিস্কের মারাত্মক ক্ষতি করে। সন্তানের হাত থেকে মোবাইল ফোন নিয়ে মাঠে খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। তাতে দুই দিকে উপকার হবে। একদিকে সন্তানরা মাদক মুক্ত থাকবে অপরদিকে লেখাপড়ায় মনোযোগি হবে।
এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর দুলাল মিয়া, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন জনি, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা ইউনুছ মিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান, বিশিষ্ট্য ব্যবসায়ী শামীম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, এতবারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ, আবুল কালাম আজাদ, মাও. আবু সুফিয়ান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।