কার্তিক ঝড়ের পর আবেশ খানের গতিতে পরাস্ত দক্ষিণ আফ্রিকা
Published : Sunday, 19 June, 2022 at 12:00 AM
ভারতের
বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে মাঠে
নেমেছিল দক্ষিণ আফ্রিকা। আজ চতুুর্থ ম্যাচ জিতলেই টি-টোয়েন্টি সিরিজ
নিজেদের করে নিতে পারতো। কিন্তু শুরুতে দিনেশ কার্তিকের ঝড়ো ব্যাটিংয়ের পর
আবেশ খানের গতির কাছে পরাস্ত হয়েছে সফরকারী দল। তাতে ৮২ রানের বিশাল জয়ে
স্বাগতিক ভারত সিরিজ জয়ের সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে।
সৌরাষ্ট্র ক্রিকেট
অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৯ রান করে ভারত। জবাবে
চতুর্থ ওভারে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা আহত অবসরে ফিরতেই অস্বস্তিতে
পড়ে যায় দলটি। একের পর এক উইকেট হারাতে থাকায় ম্যাচেই আর ফিরতে পারেনি।
মূলত আবেশ খানের গতির কাছেই পরাস্ত হতে হয়েছে সফরকারী দলটাকে। দলের হয়ে
সর্বোচ্চ রান আসে রাসি ভ্যান ডার ডুসেনের (২০) ব্যাট থেকে। এছাড়া কুইন্টন
ডি কক ১৪ ও মার্কো ইয়ানসেন খেলেন ১২ রানের ইনিংস। ভারতের বোলারদের মধ্যে
আবেশ খান ১৮ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। যুজবেন্দ্র চাহাল নেন
দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট
হারায় ভারত। লুঙ্গি এনগিদির বলে উইকেটের পেছনে ডি ককের হাতে ক্যাচ দিয়ে আউট
হন ঋতুরাজ গায়কোয়াড় (৫)। শ্রেয়াস আইয়ার (৪) ও ঈশান কিষানও (২৭) ইনিংস বড়
করতে পারেননি। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা দলকে ম্যাচে ফেরায় ঋষভ পান্ত
ও হার্দিক পান্ডিয়া জুটি। তারা যোগ করেন ৪১ রান। দলীয় ৮১ রানের মাথায়
অধিনায়ক পান্ত ২৩ বলে ১৭ রান করে আউট হয়েছেন। এরপর পান্ডিয়া ও দিনেশ
কার্তিক মিলে দলের স্কোর ১৪৬ রান পর্যন্ত টেনে নেন। ২৭ বলে ৯টি চার ও ২
ছক্কায় ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন কার্তিক। ম্যাচসেরাও তিনি। হার্দিক ৩১ বলে
৩ চার ও ৩ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলেছেন। সবমিলিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬
উইকেটে ১৬৯ রান। ৩ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন এনগিদি। ১টি করে উইকেট
নেন ইয়ানসেন, প্রিটোরিয়াস, নরকিয়া ও মহারাজ।